Wellcome to National Portal

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কামারখন্দ, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। “লাইভস্টক হাউজ হোল্ড সার্ভে – ২০২৪” । তারিখঃ- ২০-০২-২০২৪ হতে ১১-০৩-২০২৪ পর্যন্ত। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কামারখন্দ, সিরাজগন্জ এর মাঠকর্মীগণ আপনাদের বাড়িবাড়ি গিয়ে সরেজমিনে গবাদিপশু-পাখির তথ্য সংগ্রহ করবেন। সকল খামারীগণকে তথ্য প্রদানসহ সহযোগিতা কামনা করছি। ধন্যবাদান্তে………… উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কামারখন্দ, সিরাজগন্জ


এক নজরের

উপজেলা পর্যায়ে সরকারী অফিসগুলোর মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিস অন্যতম।বর্তমানে এটি উপজেলা পরিষদে হস্তান্তরিত বিভাগগুলোর মধ্যে একটি।অফিসটি উপজেলা পরিষদ থেকে ১০০মিটার উত্তরে মূল সড়কের পশ্চিমে অবস্থিত।

সংক্ষিপ্ত কার্য্ক্রমঃ গবাদিপশু ও হাঁসমুরগী পালন এদেশের ঐতিহ্য। বর্তমান আর্থ্-সামাজিক প্রেক্ষাপটে গবাদিপশু ও হাঁসমুরগীর খামার স্ব-কর্মসংস্থানের উৎস রুপে প্রতিষ্ঠা লাভ করেছে।দেশের মোট কর্ম্ শক্তির শতকরা ২৫ ভাগ জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সেক্টরের সাথে জড়িত। উপজেলা প্রাণিসম্পদ অফিস গবাদিপশু ও হাঁসমুরগীর টিকাপ্রদান, চিকিৎসা, কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, উন্নত জাতের ঘাসচাষ,খামার স্থাপনে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে প্রাণিসম্পদের উন্নয়নে নিয়োজিত রয়েছে।সর্বপরি এ বিভাগের মূল উদ্দেশ্য হচ্ছে পুষ্টি ঘাটতি পূরণে প্রাণিজ আমিষ যথাঃ মাংস,দুধ ও ডিমের সরবরাহ বৃদ্ধি করার পাশাপাশি চামড়ার উৎপাদন বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা