উপজেলা পর্যায়ে সরকারী অফিসগুলোর মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিস অন্যতম।বর্তমানে এটি উপজেলা পরিষদে হস্তান্তরিত বিভাগগুলোর মধ্যে একটি।অফিসটি উপজেলা পরিষদ থেকে ১০০মিটার উত্তরে মূল সড়কের পশ্চিমে অবস্থিত।
সংক্ষিপ্ত কার্য্ক্রমঃ গবাদিপশু ও হাঁসমুরগী পালন এদেশের ঐতিহ্য। বর্তমান আর্থ্-সামাজিক প্রেক্ষাপটে গবাদিপশু ও হাঁসমুরগীর খামার স্ব-কর্মসংস্থানের উৎস রুপে প্রতিষ্ঠা লাভ করেছে।দেশের মোট কর্ম্ শক্তির শতকরা ২৫ ভাগ জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সেক্টরের সাথে জড়িত। উপজেলা প্রাণিসম্পদ অফিস গবাদিপশু ও হাঁসমুরগীর টিকাপ্রদান, চিকিৎসা, কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, উন্নত জাতের ঘাসচাষ,খামার স্থাপনে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে প্রাণিসম্পদের উন্নয়নে নিয়োজিত রয়েছে।সর্বপরি এ বিভাগের মূল উদ্দেশ্য হচ্ছে পুষ্টি ঘাটতি পূরণে প্রাণিজ আমিষ যথাঃ মাংস,দুধ ও ডিমের সরবরাহ বৃদ্ধি করার পাশাপাশি চামড়ার উৎপাদন বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS